December 22, 2024, 7:53 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
গত ২১ সেপ্টেম্বর দুপুরে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া ওয়াজেদ আলীর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে এই লাশ হস্তান্তর করা হয়। দুই দেশের বিজিবি-বিএসএফ ও পুলিশের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জানা যািয় ওয়াজেদ নদীতে গোসল করতে নেমে মৃত্যুর মুখে পতিত হন। তার লাশ দিয়ে ভেসে চরে যায়। ঘটনার ৬ দিন পর ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে বিজিবির মাধ্যমে আবেদন করে লাশ ফেরত আনা সম্ভব হয়েছে।
Leave a Reply