দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন অপরিকল্পিত নগরায়ণের ফল প্রকারান্তরে নিজেদেরকেই বহন করতে হয়। সেটা আজ হোক বা দুদিন পরে। তিনি নগরবাসীকে পরিকল্পনাবিহীন কোন স্থাপনা গড়ে না তুলতে আহবান জানান। তিনি বলেন এ শহর সবার, তাই শহরকে রক্ষাও নবার দায়িত্ব।
সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৫ অক্টোবর বিশ^ "বিশ্ব বসতি দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক বলেন নগরের উপর আমরা ক্রমাগত চাপ বাড়াচ্ছি। এই চাপের সবটাই যে খুব প্রয়োজনীয় তা নয়। এর মধ্যে অনেকগুলো আছে যা একেবারে অপরিকল্পিত। এগুলোই ঝুঁকির সৃষ্টি করছে।
তিনি নগরের দেখভালের দায়িত্বে নিযুক্ত সকল কতৃপক্ষকে কোন আবাসন বা কোন স্থাপনা অনুমোদনের পূর্বে ভালভাবে খতিয়ে দেখে অনুমোদন দেয়ার আহবান জানান।
জেলা প্রশাসক আরো বলেন অপরিকল্পিত নগরায়নের কারণে হাউজিং এর সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না। পরিবেশ, প্রতিবেশের দিকে খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত ও আলো-বাতাস সমৃদ্ধ টেকসই ও নিরাপদ বসতি স্থাপন করতে হবে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুৎফুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি