January 6, 2025, 4:07 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ^বিদ্যালয়কে আরো বেশী এগিয়ে নিতে কাজ করতে চান বিশ^বিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। এ ব্যাপারে তিনি সবার সহযোগীতা চেয়েছেন।
প্রফেসর সালাম রবিবার (৪ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে কার্যক্রম শুরু করেছেন। তিনি গত ৩০ সেপ্টেম্বর এই বিশ^বিদ্যালয়ের উপচার্য হিসেবে নিয়োগ পান।
তিনি বলেন বিশ^বিদ্যালয় হলো জ্ঞান গবেষণা, জ্ঞান সৃষ্টি ও জ্ঞান চর্চার জায়গা। এই জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগলেই সেটি বিশ^বিদ্যালয়ের সফলতা।
বিশ^বিদ্যালয়ে তার কার্যক্রম শুরুর প্রথম দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী, বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি সহ একাধিক ব্যক্তি ও সংগঠনের সাথে আলাপকালে তিনি এসকল কথা বলেন।
তিনি ঢাকা থেকে ভোরে কুষ্টিয়া পৌঁছান। ক্যাম্পাসে এসে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রফেসর সালাম বলেন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের থিমটি ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রকে আমুল পরিবর্তনের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখন আমরা ভাবছি চতুর্থ শিল্প বিপ্লবের কথা। এটাও সফল হবে এবং বাংলাদেশ এগিযে যাবে।
উপাচার্য বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করে যাওয়ার আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপচার্য বলেন দুর্নীতির পক্ষে তো কারো থাকার কথা নয়। সবাইকেই এর বিরুদ্ধে ধাকতে হবে। তিনি বলেন দূর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভার) আবদুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কর্মকর্তা সমিতির সভাপতি সামসুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান, প্রফেসর ড. ত, ম, লোকমান হাকিম, প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply