December 22, 2024, 2:00 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় লোনের কিস্তি তুলতে গিয়ে খুনের শিকার হয়েছেন গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা এমন অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে বুধকার দিসে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ফিলিপনগর-মরিচা কলেজ রোড এলাকার একটি বাড়ি থেকে ঐ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম নূরুজ্জামান লাল্টু (৪৫)।তিনি একই উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত মতলেব কাজীর ছেলে এবং হোসেনাবাদ গ্রামীন ব্যাংক শাখার সুপারভাইজার।
পুলিশ জানায়, নূরুজ্জামান বুধবার দুপুরে ফিলিপনগর এলাকায় সাপ্তাহিক ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। এক পর্যায়ে তিনি যান ফিলিপনগর-মরিচা কলেজ রোড সংলগ্ন দফাদার পাড়া এলাকার মমিন দফাদারের বাড়িতে।
জানা যায়, কিস্তি নিয়ে মমিন এবং ঐ ব্যাংক কর্মকর্তার মধ্যে কথা কাটাকাটি হয়। মমিন কিস্তি দিতে অপারগতা প্রকাশ করলে ঐ ব্যাংক কর্মকর্তা একই এলাকায় বাড়ি হওয়ায় মমিনকে ভয়বীতি দেখান। এ সময় মমিন ব্যাংক সুপারভাইজার লাল্টুকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যায় এবং তাদের মধ্যে মারামারি বেধে যায়। এক পর্যায়ে মমিন ধারালো অস্ত্র দিয়ে লাল্টুর গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে মমিন ব্যাংক কর্মকর্তার মৃতদেহ বাড়ির শৌচাগারে রেখে ঘরে তালা লাগিয়ে বউ-সন্তান নিয়ে পালিয়ে যান।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, ঋণের কিস্তি আদায় নিয়ে এ খুনের ঘটনা বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ঘটনার পর থেকে মমিন সপরিবারে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
Leave a Reply