October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে প্রায় ৩৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে কন্যাশিশু নির্যাতনের ঘটনা ১৭৩ এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ১২৯টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মোট ৩৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ২০ জন গণধর্ষণসহ ১২৯ জন ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৭৩ জন শিশুসহ ১০৯ জন ধর্ষণের শিকার এবং ১০ জন শিশুসহ ২০ জন গণধর্ষণের শিকার।
বিভিন্ন নির্যাতনের কারণে ১৪ শিশুসহ আত্মহত্যা করেছে ২০ জন এবং ছয় শিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৯টি এবং সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছেন চার নারী।
এ সময়ের মধ্যে অপহরণের ঘটনা ঘটেছে ২০টি, যার মধ্যে শিশু ১৬ জন। সাত শিশুসহ ৩৬ জন হত্যার শিকার হয়েছে। দুই শিশুসহ তিন জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ১৪ জনকে, এর মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে পাঁচ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে সাত শিশুসহ ২৭ জন।
এসব ঘটনায় কোনটিতে মামলা হয়েছে, কোনটি পুলিশ মামলা নেয়নি। অনেকগুলো ঘটনায় কোর্ট আমলে নিয়েছে।
Leave a Reply