দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী যুব সংগঠন "স্বপ্ন প্রয়াস" এর সৌজন্যে, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় কোভিড-১৯ মোকাবিলায় ১৫ দিনের খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ২০ টি বিধবা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে মঙ্গলবার।
প্রতিটি পরিবারকে বিশ কেজি চাল, এক কেজি মসুরের ডাল, চার কেজি আলু,এক কেজি লবণ, দুই লিটার সয়াবিন তেল, এক টি সাবান, দুইশত গ্রাম ডিটারজেন্ট, এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, দুই টি ব্যাগ দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন প্রয়াস এর সভাপতি সাদিক হাসান রহিদ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক । আরো উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস এর সহ-সভাপতি ফারসা নাহার নৌশি , দপ্তর সম্পাদক এস এম তানজিল আলম , নির্বাহী সদস্য আসিফ মুতবা, রাহুল, ওমর, চমক,প্রিন্স, তুষার । অনুষ্ঠানের এক পর্যায়ে স্বপ্ন প্রয়াস'র সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক কোভিড-১৯ মোকাবেলায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করেন। মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং কিছু সময় পরপর ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে পরামর্শ দেন। পরিশেষে অনুষ্ঠান কে সফল ও সার্থক করবার জন্য স্বপ্ন প্রয়াস এর সভাপতি সাদিক হাসান রহিদ উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি