October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
নিয়মিত ফেস মাস্ক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে সক্ষম বলে দাবি করা হযেছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এই সমীক্ষায় জানানো হয়েছে, ফস মাস্ক যেমন মানুষকে ভাইরাসের হাত থেকে বাঁচায়। মানুষ যদি ফেস মাস্ক পরে থাকে তবে ভাইরাসের ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা পাবে। জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র সত্য বলে প্রমাণও হয়েছে। যত দিন করোনার ভ্যাকসিন না আসছে, ততদিন ফেস মাস্ক পরে থাকলে তা টিকার মতোই মানুষকে সুরক্ষিত রাখবে।
করোনা ভাইরাস আটকানো একটি দুরে থাকলেও এর বাইরে মাস্কের দুটো উপকার আছে: মাস্ক পরা থাকলে নাকেমুখে হাতের স্পর্শ পড়ে কম, আর একেবারে মুখের সামনে কেউ হাঁচি-কাশি দিলে তার থেকে মাস্ক কিছুটা নিরাপত্তা দেয়। কিছু নিয়ম কাননুও মেনে চলতে হবে যেমন মাস্ক সঠিকভাবে পরা, আলাদা ঘরে বা কোণে গিয়ে খোলার পর সঠিক জায়গায় ফেলা ও ফেলার পর হাত পরিষ্কার করা উচিত।
Leave a Reply