দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় চাল আত্মসাৎ মামলায় এক ইউনিয়ন চেয়ারম্যানসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগ নেতা।
আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস। দবির উদ্দিন একই সাথে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্যরা হলেন - দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, চালের ডিলার মন্টু হোসেন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক মহসিন হাসান এ আদেশ দেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি এডভোকেট অনুপ নন্দী বলেন আসামিরা আদালতে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
জানা যায়, চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস তার সহযোগীদের সহায়তায় টানা গত চার বছর ধরে গরীব-দুস্থদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন ও তা তালিকাভুক্তদের না দিয়ে তা আত্মসাত করে আসছিলেন।
গত করোনা পরিস্থিিিতর লকডাউনেন সময় বিনামূল্যে সরকারী চাউল বিতরণের তালিকা তৈরির সময় বিষয়টি ধরা পড়ে। পরে বিষয়টি আদালতের নজরে এলে কুষ্টিয়ার ঐ সময়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে কুষ্টিয়া মডেল থানাকে আদেশ দেন।
তদন্ত শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় গত ১৮ জুন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানান জারি করে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি