দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার এস এম মুসতানজীদ, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, ,ডাঃ মুসা কবির,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকুজ্জামান প্রমুখ।
সভায় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু প্রমুখ।
সভায় প্রধান অতিথি করোনা মোকাবেলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সীমিতি সাধ্য সত্বেও যথেষ্ট সেবামুখী ছিল বলে উল্লেখ করে আসন্ন সম্ভাব্য করোনার দ্বিতীয় পর্যায় মোকাবেলা করার জন্য সবার প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।
তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ অন্যান্য অনেক দেশের চেয়ে ভাল করেছেন বলে উল্লেখ করেছেন। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী নিজেও সর্বদায় সারাদেশে নির্দেশনা প্রদান করেছেন। তিনি জনগনকে আরো বেশী সচেতন হবার আহবান জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি