দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ বিক্রি করবে দেশের অনলাইন প্লাটফর্মে নিত্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বপ্ন, চালডাল ও সবজিবাজার। রোববার (২০ সেপ্টেম্বর) এ তিন প্রতিষ্ঠানকে বিক্রির অনুমোদন দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে টিসিবির ‘ঘরে বসে স্বস্থির পেঁয়াজ’ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিকভাবে তিনটি প্রতিষ্ঠানকে টিসিবির পেঁয়াজ বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আগামীকাল আরও দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হবে।
টিসিবি সূত্র জানিয়েছে, টিসিবির পেয়াজ বিক্রিতে আজ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো স্বপ্ন, চালডাল এবং সবজিবাজারডটকম।
জানা গেছে সিন্দাবাদডটকম, বিডিসোলডটকম নামে দুটি প্রতিষ্ঠান আজ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। এ দুটি প্রতিষ্ঠানই আগামীকাল অনুমোদন পেতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ই-কমার্সে পেঁয়াজ পেতে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রাথমিক ভাবে দেশের ৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে ৩ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা ও পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি