December 22, 2024, 3:34 pm
বিশেষ প্রতিবেদক/
কুষ্টিয়া মূক ও বধির সংঘের সাধারণ কমিটির নির্বাচন অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় আজিজুল ইসলাম বাইলেনের (সাদ্দাম বাজারের সামনে) অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচনে কণ্ঠভোটে ১৩ জনকে নির্বাচিত করা হয়।
এতে আব্দুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক, নজরুল ইসলামকে সহ-সভাপতি,মোঃ ফয়সাল কে যুগ্ম সাধারণ সম্পাদক,উজ্জ্বল হোসেন কে কোষাধ্যক্ষ, রাজিব খান রকিকে ক্রীড়া সম্পাদক, খন্দকার মেহেদী হাসানকে পাঠাগার সম্পাদক, শিরিন আক্তার কে মহিলা বিষয়ক সম্পাদিকা, সাদ্দাম হোসেন ও শ্রী পিন্টু কুমার বিশ্বাসকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও কাউন্সিলর সাইফুল হক মুরাদকে সভাপতি, মোঃ জামাল উদ্দিন ও আবু বক্কর সিদ্দিক কে সহ-সভাপতি ও হারুন অর রশীদকে কার্যনিবাহী পরিষদের সদস্য (অ-বধির) হিসেবে নির্বাচিত করা হয়।
ভোটাররা কণ্ঠভোটে তাদের নির্বাচন করেন।
সাধারণ কমিটির নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার মোঃ আসাফ-উদ-দৌলা।
নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম টিপু ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলম উপস্থিত ছিলেন।
Leave a Reply