December 23, 2024, 3:16 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় দুটি অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান পরচিালনা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা করা হযেছে ৩ লক্ষ টাকা।
অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র্যাব-১২ কুষ্টিয়া।
জানা যায় শহরের ঘোড়াঘাট এলাকায় দুটি প্রসাধনী তৈরীর কারখানা রাণী ক্যামিকেলস ওয়ার্কস ও শিউলী ক্যামিকেলস ওয়ার্কস দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী দামি ব্যান্ডের প্রসাধনী নকল করে তৈরী ও বাজারজাত করে আসছিল।
প্রতিষ্ঠান দুটির মালিক দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন অনুসারে রাণী ক্যামিকলেস ওয়ার্কসের মালিক সোহেল রানাকে ২ লক্ষ টাকা ও শিউলী ক্যামিকেলস ওয়ার্কসের মালিক বজলুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের তৈরীকৃত নকল প্রসাধনী সামগ্রী বিনষ্ট করা হয়।
Leave a Reply