December 23, 2024, 3:42 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে জমি দখল ও বিক্রির ঘটনায় জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সবার সহযোগীতা চায় সিআইডির তদন্ত দল। এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম বলেছেন এ সহযোগীতা পেলে এখানে অনেক সফলতা তৈরি হবে। কারন এখানে অনেক স্পর্শকাতর তথ্যও উঠে এসেছে।
তিনি এ সময় মিডিয়ার সহযোগীতাও প্রত্যাশা করেন। তিনি বলেন ইতোমধ্যে অনেক নতুন নতুন ইস্যু উঠে এসেছে। আরো নতুন বিষয় উঠে আসতে পারে। এখানে একটি ঘটনার সাথে অন্য অনেক কিছুর লিংকআপ থাকে। সেগুলো থেকে অনেক সময় নতুন ইস্যু তৈরি হতে পারে। সবদিকগুলোই খতিয়ে দেখা হবে।
কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে কোটি কোটি টাকার জমি রেজিষ্ট্রেশন ও দখল অভিযোগে মডেল থানায় করা মামলাটি তদন্ত সিআইডিতে স্থানান্তরের পর বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলাপ্রশাসন ভবনের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিশেষ পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম।
তিনি বলেন, যে সংঘব্ধ জালিয়াত চক্রটি এনআইডি কার্ড জালিয়াতি করে কুষ্টিয়া শহরের এমএম এ ওয়াদুদ এর জমি কেনা-বেচা করে দখল করার চেষ্টার করেছে ইতোমধ্যে এ মামলায় এজাহার ভুক্ত ৬আসামী এবং এজাহার বহির্ভুত একজনসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকী এজাহারভুক্ত ১২জন ্্্এবং অজ্ঞাত ১০/১২ জনকে তদন্ত সাপেক্ষে গ্রেফতার অভিযান চলছে। গ্রেফতার ৩জন আসামী আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। সেখানে । তদন্তকালে এই মামলার ঘটনা সংশ্লিষ্টদের আরও কোন ঘটনার যোগসুত্র পেলে প্রয়োজনে বিজ্ঞ আদালতের আদেশক্রমে নতুন করে মামলা করা হবে সিআইডির পক্ষ থেকে। সেই সাথে জমি-জায়গা সংক্রান্ত জালিয়াতির সবগুলি অপরাধকে আমলে নিয়ে তদন্ত পরিচালিত হবে বলে জানান বিশেষ পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।
এসময় সেখানে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply