January 15, 2025, 12:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন ২৩ জনের করোনা সনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬ সেপ্টেম্বর ২৬২ টি নমুনার (কুষ্টিয়া ১৬৩, চুয়াডাঙ্গা ৩০, ঝিনাইদহ ৪৫ ও মেহেরপুর ২৪) মধ্যে কুষ্টিয়ায় ২৩ জনের করোনা সনাক্ত করা হয়েছ।
এদের মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার ১৮ জন, কুমারখালী উপজেলার ২ জন, ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলার ১ জন।
এছাড়া, চুয়াডাঙ্গা জেলার ৬ জন, ঝিনাইদহ জেলার ৭ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ৩ জন ও ঝিনাইদহ জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের ঠিকানাঃ পূর্ব মজমপুর ১ জন, মজমপুর ১ জন, বারাদি ১ জন, মোল্লা তেঘোরিয়া ১ জন, আড়ুয়া পাড়া ৩ জন, হাটশ হরিপুর ১ জন, ঈদগাহ পাড়া ২ জন, থানা পাড়া ২ জন, পল্লী বিদ্যুৎ অফিস ১ জন, কেজিএইচ ৪ জন ও এশিয়া ব্যাংক ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ হোগলা জগন্নাথপুর ১ জন ও ইউএইচসি কুমারখালী ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ প্রফেসর পাড়া ১ জন ও উত্তর বাগুনবাড়ি ১ জন।মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ খয়েরপুর ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩১২২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৭০২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬৫ জন।
Leave a Reply