December 23, 2024, 3:37 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনায় আক্রান্ত হয়ে আকস্মিক শারীরিক অবস্থার অবনতি নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা। গত শুক্রবার থেকে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন। এর আগে তার শরীরে খুবই স্বাভাবিক মাত্রার কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তিনি নিজ গৃহেই চিকিৎসা নিতে থাকেন। এক পর্যায়ে তার অবস্থার মৃদু অবনতি লক্ষ্য করা গেলে তাকে নিজ বাড়িতেই অক্্িরজেন কেয়ারে রাখা হয়। কিন্তু শীঘ্রই অবস্থার আরো অবনিত দেখা দেয়। এমতবস্থায় তার জন্যে গঠিত চিকিৎসকদের টিম তাকে দ্রত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। শুক্রবার হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে ভর্তি করা হয়। রাখা হয় ইনসেনটিভ কেয়ারে। সেখান থেকে সোমবার সন্ধ্যায় তার সাথে এ প্রতিবেদকের কথা হয়। এ সময় তিনি সবার দোয়া ও শুভ কামনা প্রত্যাশা করেন।
কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমন্ডলে এক পরিচিত নাম অজয় সুরেকা।
নানামুখী ব্যবসায়ে জড়িত স্বাধীনতার স্বপক্ষ শক্তির অতি নিকটবর্তী কুষ্টিয়ার সুরেকা পরিবার। ইতোমধ্যে ব্যবসা-বাণিজ্যে ঐতিহ্যে পার হয়েছে প্রায় শত বছর। দেশজোড়া খ্যাতি ইতোমধ্যে দখলে এই পরিবারের। পৈত্রিক ব্যবসা স্থান শহরের রাজারহাট বড় বাজার। কাপড় ব্যবসা দিয়ে এই পরিবারের যাত্রা আরম্ভ হলেও বর্তমানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় বিশেষ দক্ষতা অজর্নকারী অজয় সুরেকা প্রায় ডজনেরও বেশী দেশ-বিদেশী কম্পানির স্থানীয় ডিস্টিবিউটর।
তিনি একাধিকবার খুলনা কর অনচলের সেরা করদাতা ও সেরা ভ্যাট প্রদানকারী হবার গৌরব অর্জন করেছেন।
ডিস্টিবিউশন ব্যবসার মধ্যে গ্রামীণ ফোন ও ইউনিলিভার বাংলাদেশে অন্যতম।
অজয় পরপর আটবার গ্রামীণ ফোনের বেস্ট ডিস্ট্রিবিউটর হাউজ হিসেবে খেতাব অর্জন করেন। অন্যদিকে, ইউনিলিভার বাংলাদেশের সফল ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা করছেন ৫০ বছর ধরে।
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এই ব্যবসা বিস্তৃত রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৫০০’শর অধিক মানুষ কর্মরত রয়েছেন।
কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অজয় নিজেকে ব্যবসায়ে জড়ান যখন তার পিতা মাš‘রাম সুরেকা ১৯৯২ সালের দিকে হঠাৎ অসু¯’ হয়ে পড়েন। অজয়ের গতিশীল নেতৃত্বে খুব অল্প দিনেই সুরেকা এন্টাপ্রাইজের সকল ব্যবসা সাফল্য লাভ করে।
ব্যবসার পাশাপাশি অজয় সুরেকা নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। তিনি ্অগণিত প্রতিষ্ঠানের আজীবন সদস্য। এসব প্রতিষ্ঠানের নানা জনহিতকর কাজে তিনি নানভাবে সহায়তা করে থাকেন। তিনি ঝড়েপড়া শিশুদের শিক্ষায় সহায়তা, অসহায় বয়স্কদের নিয়ে নানা সহায়তামুলক কাজ করে থাকেন।
একজন সফল ব্যবসায়ী হিসেব তার স্বপ্ন হলো একটি উন্নত সোনার বাংলা গঠনে সহয়তা করা।
Leave a Reply