December 23, 2024, 3:30 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় সায়েম ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি ভেজাল খাদ্যপণ্য তৈরির কারখানায় মঙ্গলবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্্রাম্যমান আদালত। সেখানে অবৈধ প্রক্রিয়ায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে জীবন ও স্বাস্থ্যহানিকর বিভিন্ন প্রকার জুস ও বেভারেজ জাতীয় পণ্য প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমান ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও নকল পণ্য ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে র্যাব, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সার্বিক সহায়তা করেন।
Leave a Reply