December 23, 2024, 3:09 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সনাক্ত হয়েছে ১৮ জন। জেলায় মোট মৃত্যুর পরিমাণ দাঁড়ালো ৬৫। মৃতের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ সেপ্টেম্বর ২৮২ টি নমুনা পরীক্ষা হয় (কুষ্টিয়া ১৬৯, চুয়াডাঙ্গা ৩৬, ঝিনাইদহ ৫৭ ও মেহেরপুর ২০)। এর মধ্যে কুষ্টিয়ার সনাক্ত হয় ১৮। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ৪ জন, ঝিনাইদহ ৮ জন ও মেহেরপুর জেলার ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানাঃ খাজা নগর ১ জন, জগন্নাথপুর ১ জন, কেজিএইচ ৭ জন, খোদ আইলচারা ১ জন ও র্যাব-১২ ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ সোনালী ব্যাংক কুমারখালী ১ জন ও দুর্গাপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ বামন পাড়া ১ জন, স্বর্ণপট্টি ১ জন ও গোপিনাথপুর গোলাপ নগর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ
মাঠ পাড়া ১ জন ও গনেশপুর ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩১০০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৬৮৭ জন।
Leave a Reply