December 22, 2024, 10:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এক দীর্ঘ যুদ্ধে করোনা জয় করেছেন কুষ্টিয়ার পৌরপিতা আনোয়ার আলী। যোগ দিয়েছেন দাফতরিক কাজে। রবিবার তিনি তার প্রিয় কর্মস্থল কুষ্টিয়া পৌরসভায় যান। সেখানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করেন।
আনোয়ার আলী, ৭৫ কুষ্টিয়ার রাজনীতির একটি অধ্যায়ের নাম। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তিনি এই জেলায় নেতৃত্বদানকারীদের অন্যতম একজন। সততা, নিষ্ঠা ও নির্মোহ ব্যক্তিত্ব দিয়ে তিনি জয় করেছেন এই জেলার সাধারন মানুষকে। সংস্কৃতিবান ও মুক্তমনা এই রাজনীতিবিদ স্থানীয় পর্যায় থেকে জাতিয় পর্যায় পর্যন্ত রেখেছেন অবদান। তিনি টানা ১৬ বছর কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে রয়েছেন। বিভিন্ন সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ একাধিক পদে আসীন ছিলেন তিনি।
গত ৬ আগস্ট আনোয়ার আলীর শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ সনাক্ত হয়। পরদিন সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসা শেষে তিনি ঢাকার বাসায় ছিলেন। গত মঙ্গলবার তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায়।
আলাপকালে এই কিংবদন্তীতুল্য রাজনীতিবিদ দৈনিক কুষ্টিয়াকে বলেন করোনা কোন সাধারন ভাইরাসবাহিত রোগ নয়। এটা চরম ঝুঁকিপূর্ণ একটি রোগ। তিনি সবাইকে সচেতনভাবে রোগটি মোকাবেলা করার আহবান জানান।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন অনেক কাজ সামনে। মেয়র কাজে যোগদান করেছেন কাজে আবার গতি এসেছে।
Leave a Reply