দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে এক গৃহবধু। সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার নিশ্চিত করেছেন।
ওসি জানান সাড়ে ৬টার দিকে দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। এরা নাটপাড়া গ্রামের আবু জেল ও নুরুর ছেলে।
বজ্্রপাতের সময় তারা মাঠে কাজ করছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মৃতদেহ মাঠের লোকজন উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে একই দিন দুপুর ৩ টার দিকে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরীর কাজ করতেন।
এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।
স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করা অবস্থায় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় কমেলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপরদিকে উপজেলার আড়িয়া সেনপাড়ায গ্রামে বজ্রপাতে ইয়ারুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি