December 21, 2024, 9:09 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চারটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন স্থাপন করা হয়েছে। জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি তিনটি ও একটি ওষুধ কম্পানী একটি মেশিন প্রদান করেছে।
রোববার হাসপাতালের তত্বাবধায়ক নুরুন-নাহার বেগম মেশিনগুলো বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার, আইশোলেশন ওয়ার্ডের সমন্বয়কারী ও হাসপাতালের জেষ্ঠ্য মেডিসিন বিশেষজ্ঞ মুসা কবির প্রমুখ।
আরএমও তাপস বলেন মেশিনগুলি করোনা রোগীদের জরুরি প্রয়োজনে কাজে আসবে।
মেডিসিন বিশেষজ্ঞ এএসএম মুসা কবির জানান, এই মেশিন বহনযোগ্য। করোনা ওয়ার্ডে সিলিন্ডার অক্্িরজেন বা সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে গেলে রিফিল করতে সময় লাগে। এসময় দ্রুততার সাথে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিয়ে রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব। এই মেশিন প্রাকৃতিক অক্সিজেন নিয়ে সেটা রোগীর শরীরে দিতে পারবে। প্রতি মিনিটে কমপক্ষে ৯ লিটার অক্সিজেন তৈরি হয়।
হাসপাতাল সূত্র জানায়, জেনারেল হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে ৪৭ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন। এরমধ্যে নারী ২৭জন ও পুরুষ ১৭ জন।
Leave a Reply