এসএম জামাল, অতিথী লেখক, দৈনিক কুষ্টিয়া/
কুষ্টিয়া জেলার কৃতি সন্তান সঞ্জয় চাকী। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল ..চ্যানেল আই এর স্পেশাল করেসপন্ডেন্ট (কানাডা)। তিনি রাবির প্রাক্তন ছাত্র।
ছাত্র জীবনে ছড়া কবিতা লেখার পাশাপাশি কুমারখালী থেকে সম্পাদনা করেন সাহিত্য পত্রিকা ‘মিঠেকড়া’ , ’মনন’ , ‘হৃদয়ে প্লাবন’।
১৯৯৩ সালে সাংবাদিকতা শুরু করেন আঞ্চলিক সংবাদপত্র ’দৈনিক কুষ্টিয়া‘র কুমারখালী উপজেলা প্রতিনিধি হিসেবে। পরে স্টাফ রিপোর্টার হয়ে কুষ্টিয়ায় ওই পত্রিকা দৈনিক কুষ্টিয়া’র অফিসে যোগদান।
পর্যায়ক্রমে দৈনিক কুষ্টিয়া’র সাব এডিটর,নিউজ এডিটর এবং সবশেষ ৪ বছর ভারপ্রাপ্ত সম্পাদক।
স্থানীয় দৈনিকের পাশাপাশি ১৯৯৮ সাল থেকে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক ভোরের কাগজ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে।
কুষ্টিয়ায় সাংবাদিকতার পাশাপাশি কবি ও সাংবাদিকদের সংগঠন এবং গবেষণা কর্মের সঙ্গেও জড়িত ছিলেন সঞ্জয় চাকী। কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , জাতীয় কবিতা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সম্পাদনা করেন কবিতা পত্রিকা ‘বিমূর্ত কারুকাজ’। ব্রিটিশ কাউন্সিল এবং বেসরকারি সংস্থা মুক্তি নারী ও শিশু’র সহায়তায় নারীর প্রতি সহিংসতা বিষয়ে মাঠ পর্যায়ের চিত্র নিয়ে গবেষণাও করেন তিনি।
তাঁর টেলিভিশন সাংবাদিকতার হাতেখড়ি এনটিভিতে। এনটিভির শুরু থেকে একবছর কুষ্টিয়া জেলা প্রতিনিধি। ২০০৪ সালে দৈনিক কুষ্টিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক,যুগান্তর ও এনটিভির জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে ঢাকায় চলে যান।
যোগ দেন ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে । পরের বছর চ্যানেল আই-তে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়ে পুরোপুরি টেলিভিশন সাংবাদিকতায়।
সঞ্জয় চাকীর বাবা প্রয়াত ডা. সুধীর কুমার চাকী, মা- বেলা চাকী। জন্ম-কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার আগ্রাকুন্ডা।
একদিন কুমারখালীর পথে প্রান্তরে যে সাংবাদিকতার শুরু করেছিলেন সঞ্জয় চাকী সেই সাংবাদিকতার জন্য তিনি চষে বেড়িয়েছেন সারা বাংলাদেশ। দেশের গন্ডি পেরিয়ে রিপোর্টিং করেছেন অনেক দেশে গিয়েও। সাংবাদিকতার প্রয়োজনে সফর করেছেন ভারত ,মালয়েশিয়া , চীন , থাইল্যান্ড এবং মধ্য আফ্রিকার দেশ কংগো ও উগান্ডা ।
রাজনৈতিক অস্থিরতা ও ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট নিয়ে তাঁর প্রথম বই...."ওয়ান ইলেভেন এবং অস্বাভাবিক সরকারের গল্প” --২০০৯ সালে।
বর্তমানে সপরিবারে বসবাস করছেন কানাডাতে।
তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি