January 15, 2025, 3:35 pm
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। রবিবার থেবে কাজ করবে বেঞ্চ। এ বিষয়ে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আগামী ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা থেকে (রোববার-বৃহস্পতিবার) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে একই সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের দুই নম্বর কোর্টে বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি তারিক উল হাকিমের সমন্বয়ে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে।
মহামারি কারোনা কালের আগে সর্বশেষ ১১ মার্চ আপিল বিভাগে দুটি বেঞ্চ ছিল। ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হয়। এর মধ্যে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ১৩ জুলাই থেকে ভার্চ্যুয়ালি একটি বেঞ্চে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।
Leave a Reply