December 22, 2024, 4:38 pm
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন চার বছর মেয়াদে দুই সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হযেছে।
সদস্য দুজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থানা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবু তাহের। চার বছর মেয়াদে তাদের নিয়োগ দেয়া হয়েছে, তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদের আগে যে কোনো সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। যোগদানের দিন থেকে কর্মরত মেয়াদে তাদের সদস্য হিসেবে চলমান সকল সুবিধাসহ সদস্য হিসেবে অতিরিক্ত সুবিধা ভোগ করবেন।
এদিকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় ইউজিসিতে পাঁচ সদস্যের পদ থাকলেও দীর্ঘ দিন ধরে দুই পদ শূন্য ছিল।
Leave a Reply