দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় কৃষকের উৎপাদিত নিরাপদ সবজি নিয়ে কৃষকের বাজার উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক আসলাম হোসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনএস রোড সংলগ্ন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ বাজারের উদ্ধোধন করেন তিনি।
যৌথভাবে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়া’র কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাগণের নিকট বিক্রয়ের জন্য জেলা পর্যায়ে এ "নিরাপদ সবজি ও কৃষকের বাজার।
এ সময় জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন কৃষকের ন্যায্য মুল্য নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। এ জন্য সরকারের কৃষক সেফটি নেটের আওতায় একাধিক কর্মসূচী চলমান। সরকার কৃষকদের স্বার্থে আরো পদক্ষেপ গ্রহন অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান।
তিনি বলেন কৃষকদের স্বার্থ যেমন করে নিশ্চিত করা হচ্ছে তেমনি কৃষকদের তাদে পণ্য উৎপাদনে পণ্যের মানের ব্যপারে সর্তক থাকতে হবে। যত্রযত্র পেস্টিসাইড প্রয়োগ করে সবজি উৎপাদন করা যাবে না।
জেলা প্রশাসক কৃষকরা যাতে করে প্রাকৃতিক উপায়ে সবজি উৎপাদন করতে পারে সেজন্য তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরামর্শ প্রদান করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া এর উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী প্রমুখ।
সপ্তাহে ২ দিন প্রতি শুক্র ও শনিবার সকাল ৭.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত প্রান্তিক কৃষকদের জন্য এ বাজার খোলা থাকবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি