দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদসের এক আত্মীয়। আজ (২৯ আগস্ট) সকালে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাসিনুর রহমান। তিনি কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশার আপন ফুফাতো ভাই ও আওয়ামী লীগের একজন স্থানীয় পর্যায়ের নেতা।
হাসিনুর রহমানের পিতার নাম ডা: জমির উদ্দিন। পশ্চিম দক্ষিন ফিলিপনগরের এমপি গলিতে তার বাড়ি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিশিকান্ত রায় জানান ২৯ আগস্ট সকাল ৮টার দিকে প্রাত:ভ্রমনে বের হন হাসিনুর। এ সময় পশ্চিম-দক্ষিন ফিলিপনগরের এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে তিনি আততায়ীর উপর্যুপরি হামলার শিকার হন। অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অন্ত্র দিয়ে কোপায়। মৃত ভেবে তাকে ফেলে রেখে চলে যায়।
দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম জানান, হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্ততি চলছিল কিন্তু তার আগেই তিনি মারা যান।
ওসি নিশিকান্ত জানান লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ এখনও কোন কিছু বলতে পারেনি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি