December 22, 2024, 10:17 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আক্রান্তের তীব্রতা অব্যাহত, কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের এবং করোনা সনাক্ত হয়েছে ৫০ জনের দেহে। এ নিয়ে জেলায় মৃ্যুর পরিমাণ দাঁড়ালো ৬০ ও করোনা সনাক্তের পরিমাণ দাঁড়ালো ২৭১৬ জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮ আগস্ট কুষ্টিয়ার ২২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ৫০ জনের। এর মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার ৩২ জন, কুমারখালী উপজেলার ৪ জন, খোকসা উপজেলার ৫ জন, দৌলতপুর উপজেলায় ১ জন , মিরপুর উপজেলার ৩ জন, ভেড়ামারা উপজেলার ৫ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩২ জনের ঠিকানাঃ পেয়ারাতলা ১ জন, থানাপাড়া ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া জেল কারাগার ১ জন, কুষ্টিয়া ম্যাচ ১ জন, জুগিয়া কদমতলা ১ জন, পিটিআই রোড ১ জন, বারখাদা ১ জন, মোহিনী মিল ১ জন, স্বস্তিপুর ১ জন,সদর ৩ জন, কোর্টপাড়া ১ জন, চৌড়হাস ১ জন, পাথরবাড়িয়া-সদোকি ১ জন, পশ্চিম মজমপুর ২ জন, আড়ুয়াপাড়া ১ জন, কেজিএইচ ৪ জন, জগতি ১ জন, বারো মাইল ১ জন, সোনালী ব্যাংক কুষ্টিয়া ১ জন ও ঈদগা পাড়া ৩ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ দয়ারামপুর ১ জন, মাহেন্দ্রপুর ১ জন, কুন্ডু পাড়া ১ জন ও অগ্রণী ব্যাংক কুমারখালী ১ জন ।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ হরিতলা ২ জন ও আমলা ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ মথুরাপুর ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা: রথপাড়া ১ জন, কলেজ পাড়া ১ জন, মহিষাখোলা ১ জন ও চন্ডিপুর ২ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ মোড়াগাছা ১ জন, খোকসা ৪ জন।
অন্যেিদক চুয়াডাঙ্গা জেলার ১৭ জন, ঝিনাইদহ জেলার ২০ জন ও মেহেরপুর জেলার ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ৩ জন ও চুয়াডাঙ্গা জেলার ৫ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
Leave a Reply