October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে কাহিনি ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রস্তাব আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ২ শাখায় আবেদন করা যাবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো: সাইফুল ইসলাম এ তথ্য জানান।
এ বছর থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান বাড়িয়ে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ২০ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। ২০১৮-১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সর্বোচ্চ ৬০ লাখ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল।
অনুদানের শর্ত অনুযায়ী, শুধুমাত্র বাংলাদেশের নাগরিকেরা অনুদান প্রাপ্তির জন্য বিবেচিত হবেন। তবে নির্মাণাধীন বা মুক্তিপ্রাপ্ত কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য অনুদানের জন্য বিবেচিত হবে না। প্রতি অর্থ বছরে ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে পারবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে কমপক্ষে ১টি মুক্তিযুদ্ধভিত্তিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে ১টি শিশুতোষ চলচ্চিত্র অন্তর্ভুক্ত থাকবে।
Leave a Reply