December 22, 2024, 9:23 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের ফেরদৌস আলী হত্যা মামলায় কাবিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
কাবিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের সাবদার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কাবিদুল ২০১২ সালের ৭ জুলাই সন্ধ্যায় ঘাস কাটাকে কেন্দ্র করে একই গ্রামের আজিবুরের ছেলে ফেরদৌসকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় ফেরদৌসের ভাই রবগুল হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামি কাবিদুলকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
Leave a Reply