December 22, 2024, 9:16 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মিরপুর/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা, (ব্রিধান ২২) মাষকলাই এর বীজ ও রাসয়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত উপরিচালক (উদ্যান) আরশেদ আলী চৌধুরি, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর পৌরসভা মেয়র আলহাজ¦ এনামুল হক, মিরপুর উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) রমেশ চন্দ্র ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার সাবিহা সুলতানা।
মাষকালই এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিরপুর উপজেলাতে চলতি খরিপ-২ মৌসুমে ৩০০ জন কৃষক/ কৃষাণীর মাঝে বীজ ও রাসয়নিক সার প্রদান করা হবে যেখানে প্রতিজন কৃষক/ কৃষাণী ৫ কেজি মাষকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পাবেন।আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০ জন কৃষকের মাঝে ব্রিধান ২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়।
Leave a Reply