December 22, 2024, 10:23 am
মোহাইমিনুর রহমান পলল/
গৃহবধূ হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদন্ডের দিয়েছে কুষ্টিয়ার আদালত। বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলো দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের ছাগরত আলী মোল্ল্যার ছেলে মোঃ কলম মোল্যা।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের গৃহবধূ পারুল খাতুনকে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামী।
নিহতের পিতা হাবিল শেখ বাদি হয়ে দৌলতপুর থানায় কলম মোল্ল্যা ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দন্ডপ্রাপ্ত মো. কলম মোল্যা হত্যাকান্ডের পর থেকে পলাতক আছেন।
মামলার অপর আসামী আসামী লিপি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ার তাকে খালাস দিয়েছেন আদালত।
Leave a Reply