December 22, 2024, 8:10 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জাতিয় শোক দিবসে কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ইউনিটকে সাথে নিয়ে শোক দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গভীর শোক- শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট শামসুর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসসের সম্পাদক ও প্রকাশক এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ড. আমানুর আমান। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক ইউনিট বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ইউনিটের সভাপতি মুকুল হোসেন।
প্রধান অতিথি ড. আমানুর আমান তার বক্তৃতায় বলেন বাঙালীর হাজার বছরের পরাধীনতা ভেঙেছিলেন বঙ্গবন্ধু। সেজন্য তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। আর স্বাধীন এই দেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন তারই রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা। তিনি সমাজের বিভিন্ন সেক্টরে নিবেদিত প্রাণ প্রতিটি মানুষকেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহবান জানান। তাহলেই বঙ্গবন্ধুর অসমাপাÍ কাজের সমাপ্তি ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে শামসুর রহমান বাবু বলেন জাতি আজ একতাবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে। সবাইকে এক হয়ে দেশ গড়ার কাজে একাত্ম হতে হবে। সমাজের গরীব-দু:খীদের পাশে দাঁড়াতে হবে। এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। প্রতিটি মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে এটা অনুসরণ করতে হবে।
Leave a Reply