December 22, 2024, 3:39 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতিয় শোক দিবস পালিত হয়েছে। বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে পরিষদের শোক দিবসের আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শোক র্যালী, জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পন ও সংক্ষিপ্ত আলোচনা সভা। পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনের নেতৃত্বে কয়েকশত শিক্ষক-কর্মকর্তার উপস্থিতিতে সকালে শোক দিবসের কর্মসূচী শুরু হয়। এসময় বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতি ও বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার শতাধিক কর্মী বঙ্গবন্ধু পরিষদের শোক র্যালীতে যোগ দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পস্তবক অর্পণ শেষে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান। সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনের সনচালনায় বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রফেসর ড. আলমগীর হোসেন ভ‚ঁইয়া, জাতিয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক ও বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি ও উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ বকুল, জাতিয় শোক দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক উপ-রেজিস্ট্রার দেওয়ান টিপু সুলতান, উপ-রেজিস্ট্রার গোলাম হোসেন ও কর্মকর্তা সমিতির যুগ্ম-সম্পাদক ও বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক রাশিদুজ্জামান খান টুটুল ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দিকী আরাফাত।
বক্তারা বলেন বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনা যা এদেশের স্বাধীনতার মুল মন্ত্র সেটা যুগে যুগে প্রতিটি বাঙালীর অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে একটি সৎ দক্ষ প্রজন্ম গড়ে তুলতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সৎ ও পরীক্ষিত লোকদের নিয়োগের দাবি জানান।
Leave a Reply