দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সংক্ষিপ্ত আলোচনা আর করোনা মুক্তি প্রার্থনায় কুষ্টিয়ায় পালিত হলো জন্মাষ্টমী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এবং হিন্দু কল্যাণ ট্রাষ্ট'র সহযোগিতায় কুষ্টিয়া শহরের শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নরেন্দ্রনাথ সাহা'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডঃ সুধীর কুমার শর্মা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারঃ) এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস এবং জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মোহাঃ তোফাজ্জেল হোসেন। আলোচনা সভা পরিচালনা করেন, পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার।
এ সময় জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে ২০ টি শ্রীশ্রী গীতা প্রদান করা হয়। রাতে পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি