January 15, 2025, 3:52 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাস মহামারির কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমান এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা বাতিলের প্রস্তাবনা এখনও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়নি। প্রধানমন্ত্রীর সম্মতি এলে বিষয়টি তার নিকট উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর দপ্তরে এ পাঠাতে এ ধরনের একটি প্রস্তাবনা তৈরি করেছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়দুই শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব অনুমোদন করলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পিইসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং শিক্ষা মন্ত্রণালয় জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করবে।
বিসয়টির চুড়ান্ত সুরাহা নিতে সরকারের আরো বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছেন দুই মন্ত্রনালয়ের কর্মকার্তারা। একটু সময় নেয়ার কারন হলো সরকারী মহলে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানা বিকল্প নিয়ে ভাবনা চলছে।
এদিকে বুধবার (আগস্ট ১২) সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এসময় অক্টোবর-নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা নেয়া হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ৫০ নম্বরের এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। তবে ডিসেম্বরে স্কুল খুললে অটোপাসের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, সাধারণত নভেম্বরে পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পিইসিতে প্রায় ৩০ লাখ এবং জেএসসিতে প্রায় ২৫ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
Leave a Reply