January 6, 2025, 12:31 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদশ আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনরে সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এমপি বলছেনে সবকিছু নিশ্চিত করার পরও চিকিৎসকদের সাধারন জনগনের চিকিৎসায় কোন গাফিলতি মেনে নেয়া যায় না। তিনি বলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অনেক সমস্যা রয়েছে। কিন্তু অনেক সমস্যার সমাধানও করা হয়েছে। এরপরও যদি চিকিৎসা সেবায় গাফিলতি ধরা পড়ে সেটা দুঃখজনক।
তিনি রবিবার কুষ্টিয়া জেনারেল রোটারি ক্লাব অব কুষ্টিয়া করোনা রোগীদরে জন্য হাইফ্লো নজল ক্যানোলা, মাস্ক, গার্বেজ ব্যাগ বিতরণকালে তিনি একথা বলনে।
তিনি বলেন কুষ্টিয়াবাসী যেন সঠিকভাবে চিকিৎসা সেবা পায় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি নির্ভয়ে নিঃসঙ্কোচে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহবান জানান।
হানিফ কুষ্টিয়া জেনালের হাসপাতালের সাম্প্রতিক বেশ কয়েকটি চিকিৎসা গাফিলতির উদাহরণ তুলে ধরে তার বক্তব্য রাখেন। তিনি এ বিষয়গুলো খতিয়ে দেখতে নির্দেশ দেন। তিনি জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে সিভিল সার্জনের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে তাকে আরো সর্তক হতে বলেন।
তিনি বলেন যখনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডাক্তারদের কাছে চিকিৎসা সেবা নিয়ে কথা বলি তারা বলেন সব ঠিক আছে। অথচ পেছনে অনেক সমস্যা দেখতে পাওয়া যায়। ডাক্তারদের এই উপরি-মানসিকতা থেকে সরে আসার আহবান জানান।
তিনি বলনে, সরকারী সেবা সম্প্রসারনের পাশাপাশি বেসরকারাী উদ্যোগকে স্বাগত জানান।
এসময় কুষ্টয়িা-১ আসনরে সাংসদ আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া- ৪ আসনরে সাংসদ সেলিম আলতাফ জর্জ , জেলা আওয়ামী লীগরে সভাপতি সদর উদ্দনি খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ এসএম মোস্তানজীদ, কুষ্টিয়া জনোরলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, রোটারি ক্লাব অব কুষ্টয়িার প্রোজক্টে চয়োর রোটাঃ অজয় সুরেকা, প্রসেডিন্টে কাজী শামসুন্নাহার আলো, সক্রেটোরী কএেএম রুয়াইম রাব্বি প্রমুখ উপস্থতি ছলিনে।
Leave a Reply