December 22, 2024, 2:56 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রায় আধাকিলোমিটার জুড়ে ৭ থেকে ৮ মিনিটের মধ্যে একেরপর এক দূর্ঘটনা ঘটিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গায় হত্যা করল ৬ জনকে। এ ঘটনায় আহত আরো ৯ জন। শনিবার (৮ আগষ্ট) ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে। মৃতের পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দূর্ঘটনার শিকার যারা হয়েছে তাদের মধ্যে রয়েছে কয়েকটি স্থানীয়ভাবে নির্মিত যাত্রীবাহী পরিবহন নসিমন, মোটর সাইকেল আরোহী ও পথচারী। বাসটি প্রায় আধাকিলোমিটার জুড়ে এ তান্ডব চালায়। বাসটি চট্রগ্রাম থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে নৈশকোচটি প্রথমে একটি আলমসাধুকে ধাক্কা দেয়। স্থানীয়ভাবে নির্মিত এ যানটিতে ৮ জন যাত্রী ছিল। নৈশকোচের ধাক্কায় ঘটনাস্থলেই নসিমনের ৩ জন নিহত হন। এরপর পর্যায়ক্রমে পাখিভ্যান, মোটরসাইকেল ও আরও একটি আলমসাধুসহ সাতজন পথচারীকে ধাক্কা দেয়। সরোজগঞ্জ বাজার থেকে মিতালী সিনেমা হল পর্যন্ত আধা কিলোমিটারের মধ্যে বাসটির এ তান্ডব চলে। এতে ঘটনাস্থলেই আরো ৩ জনের মৃত্যু হয়। নিহতরা আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।
নিহতরা হলেন-সদর উপজেলার তিতুদহের তাহাজ্জত হোসেনের ছেলে সোহাগ আলী (২৫),একই গ্রামের রহিম মল্লিকের ছেলে শরিফ উদ্দিন (৩০), পিত্তর আলীর ছেলে রাজু আহমেদ (৪৫),হায়দার আলীর ছেলে কালু (৪০) খাড়াগোদার মাহাতাব উদ্দিনের ছেলে মিলনে হোসেন (৪০),শ্রী নিতায়ের ছেলে শ্রী ষষ্ঠী হালদার (৪২)।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।
আহতরা হলেন- সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের বজলুর রহমানের ছেলে পথচারী বাবলুর রহমান (৩৫), তিতুদহ গ্রামের আলমসাধু আরোহী খোদাবক্স আলীর ছেলে আকাশ হোসেন (২৮) এবং রহিম মন্ডলের ছেলে জুম্মাত আলী (৩০)। আহতদেরকে স্থানীয়রা দ্রত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার কান্তি জানান নৈশকোচের ড্রাইভার ও হেলপারকে দ্রæত পরিবহনটি পরিবহনের বাসডিপোতে রেখে যাত্রীদের নামিয়ে পালিয়ে গেছে। তাদেরকে ধরতে অভিযান চলছে।
Leave a Reply