December 22, 2024, 3:14 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মিয়াপাড়া গড়াই নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ প্রতিস্থাপন করা হযেছে। উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।
কুষ্টিয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে হবে এই কাজে। খোকসা পৌরসভা কমলাপুর মিয়াপাড়া গড়াই নদী ভাঙ্গন এলাকায় প্রায় সাড়ে ১৩ হাজার বস্তা জিও ব্যাগ ফেলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর খোকসা প্রতিনিধি ও খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার, খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত, খোকসা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোসলেম উদ্দিন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ খোকসা উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ।
Leave a Reply