December 23, 2024, 7:52 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৮ জনের করোনা সনাক্ত হয়েছে।
৬ আগষ্ট কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৩৪৫ টি নমুনার (কুষ্টিয়া ১৮৯, চুয়াডাঙ্গা ১০৫ ও, ঝিনাইদহ ২২ ও মেহেরপুর ২৯) পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ৫৮ জন সনাক্ত হন।
যার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪৬ জন, কুমারখালী উপজেলার ৬ জন, দৌলতপুর উপজেলার ২ জন, খোকসা উপজেলার ১ জন ও মিরপুর উপজেলার ৩ জন।
এছাড়া, চুয়াডাঙ্গা জেলার ৩০ জন, ঝিনাইদহ জেলার ৭ জন ও মেহেরপুর জেলার ১০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। ভেড়ামারা উপজেলার ১ জন, চুয়াডাঙ্গা জেলার ৪ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪৬ জনের ঠিকানাঃ কুষ্টিয়া সদর ৪ জন, জেলখানার মোড় ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন, চৌড়হাস ২ জন, বারখাদা ১ জন, লাহিনী পাড়া ১ জন, মহিমাখোলা ১ জন, কোর্ট পাড়া ৩ জন, মজমপুর ৫ জন, বারোদি ১ জন, মিলপাড়া ১ জন, পূর্ব মজমপুর ১ জন, কলাবাগান পিটিআই রোড ১ জন, দূর্গাপুর ৪ জন, আড়ুয়াপাড়া ৫ জন, থানাপাড়া ১ জন, ৩২-এসবি রোড ১ জন, সাদ্দামবাজার ১ জন, গোরস্থান পাড়া ১ জন, শহীদ ইয়াকুব আলী রোড ২ জন, গোরস্থান পাড়া ১ জন ও কেজিএইচ ৭ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানাঃ
জগন্নাথপুর ১ জন, উত্তর ভবানিপুর ১ জন, বাটিকামারা ১ জন, নির্বাচন অফিস ১ জন, কৃষ্ণপুর ১ জন ও চাপড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ আজমপুর ১ জন, মিরপুর ১ জন ও ইউএইচসি ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২জনের ঠিকানাঃ
কল্যানপুর ১ জন ও দৌলতপুর ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
খোকসা কলেজ রোড ১ জন।
Leave a Reply