December 27, 2024, 5:48 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তুমুল গতিতে বেড়ে চলেছে কুষ্টিয়ায় করোনা রোগী। ৫ আগষ্ট (বুধবার) কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব ও ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে জেলার ৬টি উপজেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৯২ জন। এর মধ্যে কুষ্টিয়ায় সনাক্ত হয়েছে ৬৮ এবং ঢাকায় ২৮ জন। এ নিয়ে জেলায় সনাক্তের মোট পরিমাণ দাঁড়ালো ১০৪৪ জন।
৫ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে মোট ৩৫৮টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭৪, চুয়াডাঙ্গা ৯৬, ঝিনাইদহ ৬৬ ও মেহেরপুর ২২) নমুনার পরীক্ষা হয়।
কুষ্টিয়ার ১৭৪টির মধ্যে সনাক্ত হয় ৬৪ জন। যার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩৩ জন, কুমারখালী উপজেলার ১১ জন, দৌলতপুর উপজেলার ৪ জন, খোকসা উপজেলার ১২ জন, ভেড়ামারা উপজেলার ১ জন ও মিরপুর উপজেলার ৩ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ৪০ জন, ঝিনাইদহ জেলার ৩৬ জন ও মেহেরপুর জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৬ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ পাওয়া যায়।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে কোর্ট পাড়া ৩ জন, ই-৩ হাউজিং ১ জন, কেজিএইচ ২ জন, কুমারগারা ২ জন, থানা পাড়া ১ জন, বাহাদুরপুর-হরিণাকুন্ডু ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, বড় বাজার ১ জন, কুষ্টিয়া সদর ১ জন, কেএমসি ১ জন, গোস্বামী-দুর্গাপুর ১ জন, গোস্বামী-দুর্গাপুর ইবি ১ জন, পেয়ারাতলা ২ জন, চৌড়হাস ৩ জন, কেসি ব্যাংক ইবি ১ জন, ন্যাশনাল ব্যাংক-কুষ্টিয়া ১ জন, পিটিআই রোড ১ জন, এনএস রোড ১ জন, পুলিশ লাইন- ১ম গেট ১ জন, ডিসি অফিস ২ জন, মৌবনের গলি-থানা পাড়া ৩ জন ও পূর্ব মজমপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১১ জনের মধ্যে পুটিয়া-নন্দলালপুর ১ জন, গোপালপুর ২ জন, জংগলী-কাঞ্চনপুর ১ জন, পাইকপারা ২ জন, ইউএইচসি ১ জন, হোগলা-জগন্নাথপুর ১ জন, সাদকি-গোপালপুর ১ জন, বেলগাছি ১ জন, ধর্মপুর ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে পোড়াদহ ১ জন, হালসা ১ জন ও দারুলিয়া -তালবাড়িয়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে মহিষমুন্ডি ১ জন, সলিমপুর ২ জন, গাছেদদিয়ার ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ১২ জনের মধ্যে কমলাপুর-জানিপুর ২ জন, খোকসা মাঠ পাড়া ১ জন, মাস্টারপাড়া ২ জন, কমলাপুর ১ জন, কাদিরপুর-সোমশপুর ৩ জন, মামুদআলীপুর- জয়ন্তীহাজরা ১ জন, ইউএইচসি ১ জন, আমবাড়িয়া ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি উত্তরভবানিপুর-সাতবাড়িয়া।
Leave a Reply