December 22, 2024, 3:33 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দু’দিনের খরতাপে পাল্টে গেছে জনজীবনের ছন্দ। দেশজুড়েই এই তাপদাহ। অতিষ্ঠ হয়ে পড়েছে সর্বস্তরের মানুষের জনজীবন। প্রায় স্থবির হয়ে পড়েছে সাধারন কর্মজীবন। কোথাও নেই বৃষ্টি, সেই সাথে নেই বাতাস। একইসঙ্গে বাড়ছে তাপদাহ। শেষ হবার কোর লক্ষণও দেখা যাচ্ছেনা। ওদিকে খারাপ খবর দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। কর্মকর্তারা বলছেন গরম আরও তীব্র হবে। এর পাশাপাশি এও বলা হচ্ছে যে বিকেলের পর যেয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে।
গত সোমবার দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গত রোববার (২ আগস্ট) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তিকর হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন।
সাধারন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। রোদের তাপে তাদের কাজ চালিয়ে যাওয়া বেশ কষ্টকর হচ্ছে।
Leave a Reply