December 22, 2024, 10:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঈদ-উল-আযহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত নিম্ন আয়ের কর্মচারী, দোকানী ও ক্যাম্পাস সংলগ্ন দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসস্থ ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এই বিতরণ করে তারা।
নেতাকর্মীরা জানায়, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র ও অসহায় ১’শ জনের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। পঞ্চাশ জন পুরুষকে ১টি করে লুঙ্গি এবং সমান সংখ্যক নারীকে ১টি করে শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
ছাত্রলীগনেতা তৌকির মাহফুজ মাসুদ, শেখ মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- আলামিন জোয়ার্দ্দার, বিপুল খান, হোসাইন মজুমদার, হাফিজ, রাজু প্রমুখ।
এ বিষয়ে ছাত্রনেতা শেখ মিজানুর রহমান লালন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা দেশের যে কোন দুর্যোগময় পরিবেশে মানবতার পাশে দাঁড়িয়ে থাকেন। তারই অংশ হিসেবে বিশ্বব্যাপী এই করোনাকালীন দূর্যোগকালে ঈদের আনন্দ দুঃখী-অসহায় মানুষদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
Leave a Reply