দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনায় আক্রান্তের তীব্রতা অব্যাহত রয়েছে। শনাক্ত হয়েছে আরো ৪৮ জন। গত ২৪ ঘন্টায় ৬ উপজেলার নমুনা পরীক্ষার ফলাফল এটি। এর আগের ২৪ ঘন্টায় হয়েছিল ৫৭ জন। জেলায় এই মুহুর্তে আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৫২৮। এটি খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে দ্বিতীয় সর্বোত্তম। আক্রান্তে সবোর্চ্চে রয়েছে খুলনা জেলা।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ জুলাই মোট ৩৭৩ টি নমুনা (কুষ্টিয়া ১৭৯, চুয়াডাঙ্গা ৮৮, ঝিনাইদহ ৮২ ও মেহেরপুর ২৪) পরীক্ষা করা হয়।
কুষ্টিয়ার ১৭৯টি নমুনা থেকে করোনা শনাক্ত হয় ৪৮ জনের। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩২ জন, দৌলতপুর উপজেলার ৩ জন, কুমারখালী উপজেলার ৩ জন, মিরপুর উপজেলার ৭ জন ও ভেড়ামারা উপজেলার ৩ জনস।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ২৫ জন, ঝিনাইদহ জেলার ৩৪ জন ও মেহেরপুর জেলার ১১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ৯ জন, চুয়াডাঙ্গা জেলার ৬ জন ও ঝিনাইদহ জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে হাউজিং ১ জন, কালিশংকরপুর ২ জন, পুরাতন আলফার মোড় ১ জন, হরিপুর ১ জন, কোর্ট পাড়া ৫ জন, কোর্ট পাড়া মার্কাজগলি ১ জন, আহম্মদপুর জগতি ১ জন, মিল পাড়া ১ জন, হাউজিং এ বøক ১ জন, কলাবাড়িয়া ১ জন, থানা পাড়া ১ জন, কৃষক পাড়া জগতি ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, নগর মোহাম্মাদপুর ১ জন, আমলা পাড়া ১ জন, ৬১-এনএস রোড আমলা পাড়া ১ জন, চৌড়হাস ২ জন, পশ্চিমপুর ১ জন, ৭৪/২- মোজাহার মোল্লা লেন কালিশংকরপুর ১ জন, আদর্শ পাড়া ১ জন, মোল্লা তেঘোরিয়া ১ জন, হাউজ ৩৭৬ ব্লক-ডি হাউজিং স্টেট ১ জন, হরিনারায়ণপুর ১ জন ও খাজা নগর ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে সলিমপুর মথুরাপুর ১ জন, কইপাল মথুরাপুর ২ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে বাগবাড়িয়া পান্টি ১ জন, সাতপাখিয়া বেয়ারা ১ জন, কুমারখালী থানা ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে মিরপুর ১ জন, ফুলবাড়িয়া ৪ জন, সোনালী ব্যাংক মিরপুর ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে ফারাকপুর ২ জন, কাজিহাটা ১ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি