December 22, 2024, 9:50 pm
সাদিক হাসান রহিদ/
২য় পর্য়ায়ে ১ হাজার গাছের চারা বিতরণ করলো স্বপ্ন প্রয়াস এর সদস্যরা। বুধবার (জুলাই ২৯) সারাদিনব্যপী কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে চারা বিতরণ করে তারা।
এর আগে ২০১৯ সালে ২১ ফেব্রæয়ারীতে গাছ রোপণের মধ্য দিয়ে স্বপ্ন প্রয়াস এর লক্ষাধিক বৃক্ষরপণ প্রকল্প শুরু হয়। কর্মসুচী উদ্ধোধন করেন সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ও স্বপ্ন প্রয়াসের প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
এর পর সগঠনটি কুষ্টিয়া গড়াই নদীর সহ,হরিপুর ও শহরের বিভিন্ন স্থানে স্বপ্ন প্রয়াস নিজ অর্থয়ানে ৮০০০ হাজার গাছের চারা রোপন করে।
এরই ধারাবাহিকতায় এ বছরেও মুজিব বর্ষকে সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসূচী অব্যাহত রেখেছে সংগঠনটি।
গাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস এর সভাপতি সাদিক হাসান রহিদ, সহ-সভাপতি ফারসা নাহার নৌশি, সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, রাহুল রহমান, রবিন,চমক,রাব্বি।
Leave a Reply