October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় নতুন ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৬ উপজেলায় আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ১৪৮০।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮ জুলাই মোট ২৮২ টি নমুনা (কুষ্টিয়া ১৮৭, চুয়াডাঙ্গা ৪৭ ও নড়াইল ৪৮) পরীক্ষা হয়। কুষ্টিয়া জেলার আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩৭ জন, দৌলতপুর উপজেলার ৭ জন, কুমারখালী উপজেলার ৫ জন, খোকসা উপজেলার ৪ জন, মিরপুর উপজেলার ৩ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ মোট ৫৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
অন্যদিকে নড়াইল জেলার ১৯ জন ও চুয়াডাঙ্গা জেলার ৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ৫ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৭ জনের মধ্যে মিলপাড়া ২ জন, থানা পাড়া ৩ জন, হাউজিং বি-৫৭
১ জন, পূর্ব মজমপুর ২ জন, কোর্ট পাড়া ৩ জন, চৌড়হাস ২ জন, বারখাদা পালপাড়া ১ জন, অগ্রনী ব্যাংক মজমপুর ২ জন, পেয়ারাতলা ১ জন,
গোস্বামী. দুর্গাপুর ১ জন, জুগিয়া ১ জন, কলাবাড়িয়া ১ জন, জেলখানা মোড় ১ জন, করিমপুর ১ জন, কে.জি.এইচ ১ জন, কবুরহাট ১ জন, অগ্রনী ব্যাংক মজমপুর ১ জন, মিনা পাড়া জগতি ১ জন, গোপালপুর কমলাপুর ১ জন, অগ্রণী ব্যাংক বড় বাজার ১ জন, বড় আইলচাড়া ৩ জন, বড় স্টেশন রোড ১ জন, বাবর আলী গেট ১ জন, পুলিশ লাইন কুষ্টিয়া ২ জন, হরিকৃষ্ণপুর ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ দৌলতপুর ১ জন, মথুরাপুর ১ জন, রামকৃষ্ণপুর ১ জন, দৌলতপুর থানা ৩ জন, আল্লারদর্গা পিয়ারপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ
দুর্গাপুর ১ জন, দুর্গাপুর উপজেলা রোড ৩ জন, যদুবয়রা ১ জন।
খোকসা উপজেলার আক্রান্ত ৪ জনের মধ্যে শিমুলিয়া ১ জন, সোনালী ব্যাংক একতারপুর ১ জন, ইউ এইচ সি খোকসা ১ জন, খোকসা থানা ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে মিরপুর উপজেলা শহর ২ জন, নয়নপুর. আমলা ১ জন ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি নওদাপাড়া
Leave a Reply