December 22, 2024, 9:44 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভারতের ঈদ উপহার হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসেছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। এগুলো ব্রডগেজ লোকোমোটিভ।
দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কানফারেন্সের মাধ্যমে ইঞ্জিনগুলো হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ইন্জিনগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত ই খোদা। ভারতের পক্ষে ছিলেন রেলওয়ে ট্রাফিক বিভাগের পরিদর্শক অশোক কুমার বিশ্বাস।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন ইঞ্জিনগুলো রাতে অথবা কাল ভোরে নেয়া হবে পার্বতীপুর ও ঈশ্বরদিতে।
ইঞ্জিনগুলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো ছিল।
ইঞ্জিনগুলো গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক(আরএস) মনজুর-উল আলম চৌধুরি, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান,দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারইনটেন্ডেন্ট মীর লিয়াকত আলী প্রমুখ।
Leave a Reply