দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আরো ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার ৬ উপজেলার ২৬ জুলাই রাতে গত ২৪ ঘন্টার করোনা পরীক্ষার ফলাফল এটি।
কুষ্টিয়া জেলায় অদ্যাবধি কোভিড রোগী শনাক্ত হলো ১৪১৪ জন ।
কুষ্টিয়া মেডিকলে কলেজের পিসিআর ল্যাবে ২৬ জুলাই সন্ধ্যা পর্যন্ত মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৪৭ টি, ঝিনাইদহ ১৬ টি, নড়াইলের ১০৭ টি ও চুয়াডাঙ্গার ১২ টি নমুনা ছিল।
এখানে কুষ্টিয়া জেলায় নতুন ৩৪ জনকে ''করোনা পজিটিভ'' বলে সনাক্ত করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৭ জন , ঝিনাইদহ জেলায় ৮ জন , নড়াইল জেলায় ৩১ জন, মেহেরপুর ও পাবনা জেলায় ১ জন করে নতুন রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ৫ জন, সদরে ২১ জন, কুমারখালীতে ৮ জন ।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৭ জন, মহিলা ৭ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি