দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্থান বাংলাদেশ থেকে কাঁচা পাট কিনতে আগ্রহী। পাটের অভাবে সেদেশে বন্ধ হয়ে যাচ্ছে একর পর এক পাটকল।ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত হওয়ায় এ ঘটনা ঘটেছে। পাকিস্থান ছিল ভারতের পাটের অন্যতম ক্রেতা। বিপাকে পড়া পাটকলগুলোকে চালু রাখতে এবং বিশ্ব বাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে পাট আমদানির কৌশল নির্ধারণ করেছে ইমরান খানের সরকার।
ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত পাট উৎপাদনে শীর্ষে রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক মুখ থুবড়ে পড়েছে। ফলে পাকিস্তান চাইলেও এ মুহূর্তে ভারত থেকে পাট আমদানি করতে পারবে না।
ইসলামাবাদ ইতোমধ্যে ঢাকা থেকে মুক্ত বাণিজ্য চুক্তিতে পাট আমদানির জন্য তোড়জোড় শুরু করেছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে। কবে নাগাদ এই আমদানি প্রক্রিয়া শুরু হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি সেখানে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি