December 22, 2024, 9:00 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ২৩ করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্তের পরিমাণ দাঁড়ালো ১২৯৩।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ জুলাই কুষ্টিয়ার ১২৮ টি নমুা পরীক্ষা করা হয়।
আক্রান্তদের মধ্যে দৌলতপুরে ১০ জন, ভেড়ামারায় ২ জন, মিরপুরে ১ জন, কুমারখালীতে ৭ জন, খোকসায় ৩ জন ।
এছাড়া পিসিআর ল্যাবে কুষ্টিয়াসহ মোট ৪৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গার ৮৫ টি, মেহেরপুরের ১৮ টি , নড়াইলের ৫৪ টি এবং ঝিনাইদহের ১৫২ টি নমুনা ছিল।
চুয়াডাঙ্গা জেলায় ২৪ জন ( এবং ২ টি ফলোআপ) , ঝিনাইদহ জেলায় ৬৫ জন ( এবং ১ টি ফলোআপ) , নড়াইল জেলায় ১৫ জন , মেহেরপুর জেলায় ৩ জ্ন, যশোর ,মাগুরা ও পাবনায় ১ জন করে নতুন রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
Leave a Reply