January 5, 2025, 10:50 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনা আক্রান্তে গত ২৪ ঘন্টায় আরো যোগ হলো ৩৫। এ নিয়ে জেলার ৬ উপজেলায় মোট করোনা আক্রান্ত দাঁড়ালো ১২৭১ জনে। ২১ জুলাই পর্যন্ত জেলাতে নমুনা পরীক্ষা হয়েছে ৮৩৩২ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ জনের।
জেলার করোনা বিশ্লেষণে দেখা যাচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা সব থেকে বেশী করোনা স্পর্শকাতর এলাকায় পরিণত হয়েছে। এখানে এককভাবে রোগীর পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৫ জন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ জুলাই মোট কুষ্টিয়ার ৮৪ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে আক্রান্ত মিলে ৩৫ জন। যার মধ্যে কুষ্টিয়া সদরে এককভাবে ৩২ জন। মৃত্যুর দিক থেকেও এগিয়ে কুষ্টিয়া সদর। এখানে মৃত্যু হয়েছে ২১ জনের।
অন্যদিকে মিরপুরে ১ জন, কুমারখালীতে ১ জন, খোকসায় ১ জন। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২২ জন, মহিলা ১৩ জন।
উপজেলা ভিত্তিক রোগীর তালিকায় দৌলতপুর ১৪৬, ভেড়ামারা ১০০, মিরপুর ৬৭, কুমারখালী ১৮৪ ও খোকসা ৩৯ জন।
অন্যান্য উপজেলায় মৃতের তালিকায় এ পর্যন্ত কুমারখালীতে মারা গেছেন ৪ জন, দৌলতপুর-২ ও ভেড়ামারা-১।
Leave a Reply