December 22, 2024, 12:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এসএম নুর উদ্দিন আবু আল বাকী রুমির স্ত্রী-সন্তানেরও কারনো শনাক্ত হয়েছে। সোমবার রাতে রুমির স্ত্রী মুসলিমা সোহেলি সেতু (৪২) ও ছেলে রাফসান রায়হানের (১৪) করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। রুমি মারা যান ১৭ জুলাই।
রেজওয়ান আহম্মেদ বলেন, চিকিৎসক রুম মারা যাওয়ার পরদিন তার স্ত্রী-সন্তানসহ পরিবারের আটজনের নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে সেগুলোর রিপোর্ট আসে। রাতে স্বাস্থ্য বিভাগের টিম পাঠানো হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
গত ৪ জুলাই চিকিৎসক রুমি করোনায় আক্রান্ত হন। পরদিন তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ৮ জুলাই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। ১৩ দিনের মাথায় ১৭ জুলাই ভোরে তার মৃত্যু হয়।
Leave a Reply